শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নিউ মার্কেটের একতলা ভবন দুই তলা করার সিদ্ধান্ত অবৈধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউ মার্কেটে একতলা ভবন দুইতলা করা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাই কোর্ট। গতকাল এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেছুর রহমান। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন শেখ শফিক মাহমুদ পুষ্প। এর আগে ২০১৮ সালে রিট আবেদন করেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম-সম্পাদক সোহেল বেপারী। ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি হাই কোর্ট রুল জারি করেছিল। সঙ্গে নিউ মার্কেটের বর্ধিত অংশে একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্ট। ওই রুলে মার্কেটের ভিতর ও বাইরের ফুটপাত দখল করে উপরের দিকে মার্কেট বর্ধিত করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। ব্যারিস্টার অনিক আর হক বলেন, হাই কোর্ট রুল যথাযথ ঘোষণা করেছে। ফলে একতলার ওপর দোকান নির্মাণের সিদ্ধান্ত অবৈধ। নিউ মাকের্টের ছাদের উপর স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর