ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক সপ্তাহ ধরে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর চার দিনে দুই পর্ব করে অনুষ্ঠিত সংলাপে নিবন্ধিত ৫৫ দলের মধ্যে ৪৮টিকে আমন্ত্রণ জানায় ইসি। তবে ডাক পায়নি ‘সমালোচনা ও বিতর্কের’ মধ্যে থাকা জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জোট শরিক ছয়টি দল। বুধবার শেষ দিনে বিএনপি ও জামায়াতে ইসলামী সংলাপে অংশ নেয়। এমনকি নিবন্ধন পাওয়ার পরদিনই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সংলাপে অংশ নেয় বুধবার। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং আরও তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিকদের সংলাপে না ডাকার দাবি জানিয়ে এসেছে গণঅধিকার পরিষদ। এ ধারাবাহিকতায় আর সংলাপেও ডাকা হয়নি। যে সাতটি দলকে এবার আমন্ত্রণ জানানো হয়নি তার মধ্যে রয়েছে জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। অংশীজনের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যমসহ নানা শ্রেণি-পেশার সঙ্গে কমিশন মতবিনিময়ের পর নভেম্বরে বসে রাজনৈতিক দলের সঙ্গে।