রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃষিপ্রযুক্তি প্রদর্শনী ‘১৩তম আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা-২০২৫’। গতকাল সকালে প্রদর্শনীর উদ্বোধন করা হয়, যা চলবে কাল শনিবার পর্যন্ত।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া ও লিমরা ট্রেড ফেয়ার অ্যান্ড এক্সিবিশনস লিমিটেডের যৌথ উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানান, এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, সুইজারল্যান্ডসহ ১৪ দেশের ৪ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করছেন।