বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এবার এইচএসসিতে বেড়েছে জিপিএ-৫

প্রতিদিন ডেস্ক

এবারের এইচএসসিতে পাসের হারের পাশাপাশি বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার ৪৭ হাজার ২৮৬ জন জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ২৯ হাজার ২৬২ জন। এবারও মেয়েরা ভালো ফল করেছে ছেলেদের তুলনায়। এ ছাড়া শূন্য পাসের কলেজ যেমন রয়েছে তেমনি আছে শতভাগ পাসের কলেজও। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। গত বছরের তুলনায় ইংরেজি বিষয়ে ফলাফল ভালো হয়েছে। আর চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ বেড়েছে। কমেছে পাসের হার। ইংরেজি, ব্যবসায় শিক্ষা ও আইসিটিতে খারাপ ফল সবাইকে ভাবিয়ে তুলেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসে শীর্ষে রাজশাহী জেলা এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে বগুড়া। যশোর বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। এ বছর এ বোর্ড থেকে এক লাখ ২৬ হাজার ২২৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ছেলে ৬৫ হাজার ২২০ আর মেয়ে ৬১ হাজার ৯ জন। এদের মধ্যে ৯৫ হাজার ৪৯৫ জন পাস করেছে। পাসের হারে এগিয়ে খুলনা জেলা। বরিশাল বোর্ডে মেয়েরা সবদিকে এগিয়ে রয়েছে। আর ইংরেজি, হিসাববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে ফল বিপর্যয়ে নেতিবাচক প্রভাব পড়েছে সার্বিক ফলাফলে। এবার বরিশাল বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮১.৯২ ভাগ, মানবিকে ৬৫.৫৬ ভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭১.৩৮ ভাগ। দিনাজপুর বোর্ডে এবার ১ লাখ ২৪ হাজার ৩১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ২৩৩ জন পাস করেছে। পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৯ জন। এর মধ্যে ছাত্রী ১ হাজার ৭৭৭ জন এবং ছাত্র ২ হাজার ২৭২ জন। আর ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। সিলেট : সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে। বোর্ডে এবার পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬২ দশমিক ১১ ভাগ। এবারও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফল করেছে।

 

সর্বশেষ খবর