মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
খুলনায় সংবাদ সম্মেলন

‘শাহিন বড় ভাই’ বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় শাহিন ওরফে শাহিন বড় ভাই বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে চাঁদা দিতে না পারায় এক পরিবার চরম আতঙ্কের মধ্যে গৃহবন্দী হয়ে পড়েছে। গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম। তিনি লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি মহানগরীতে বড় ভাই শাহীন নামের একজন সন্ত্রাসী ও চাঁদাবাজের আবির্ভাব ঘটেছে। নগরীর বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ  থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিতে নেমেছেন তিনিসহ তার ক্যাডার বাহিনী। যার শিকার তিনি নিজেও। তাকে চাঁদা না দিয়ে ব্যবসা করতে পারব নাÑ এমন হুমকি ও ফরমান জারি করায় চরম আতঙ্কে দিন কাটছে। শাহিনের সন্ত্রাসী গ্রুপের মধ্যে রফিকুল ইসলাম ওরফে রাঙ্গা রফিক ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার এক সময়ের মূর্তিমান আতঙ্ক আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হিরুর অন্যতম সহযোগী রবিউল ইসলামসহ বেশ কয়েকজন রয়েছেন।

তিনি দাবি করেন, নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে শাহিন গ্রুপকে তিন দফায় ৬৪ হাজার টাকা চাঁদা দেওয়া হয়েছে। গত পয়লা আগস্ট আরও ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এই টাকা না দিলে আমিসহ সন্তানদের গুম করে ফেলার হুমকি দিয়েছে। এ বিষয়ে বড় ভাই শাহীনসহ ওই গ্রুপের ১০/১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ মামলার ২ নং আসামি মাসুমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। এতে ক্ষিপ্ত হয়ে মামলার অন্য আসামিরা মামলা তুলে নিতে হুমকি-ধমকি প্রদান করছে।

সর্বশেষ খবর