সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নিসচার সঙ্গে চুক্তিস্বাক্ষর করেছে সেতু মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃতের হার অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নিয়েছে জানতে চেয়েছে তারা। এ বিষয়ে সরকারের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবং জাতিসংঘের ডিকেড অব এ্যাকশন বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কর্মসূচি বাস্তবায়নে সহযোগী হিসেবে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন নিসচার সঙ্গে চুক্তিস্বাক্ষর করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল সড়ক আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, পথচারীদের যথাযথভাবে সড়ক ব্যবহারে অভ্যস্ত করার লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত গোল টেবিল বৈঠকে এসব তথ্য উঠে আসে। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠান পরিচালনা করেন নিসচার যুগ্ম মহাসচিব লিটন এরশাদ। বক্তব্য রাখেন নিসচা মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল, উপদেষ্টা আয়ুবুর রহমান খান ও এ এইচ নোমান প্রমুখ। এ সময় জানানো হয় বিশ্বে সড়ক নিরাপত্তা বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশে এক্ষেত্রে মূল অথরিটি হিসেবে কাজ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরেন নিরাপদ সড়ক চাই আন্দোলন নিসচা। তারই আলোকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এদিকে নিরাপদ সড়ক চাই আন্দোলন নিসচার গবেষণা প্রতিবেদন বলছে ২০১০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার জাতিসংঘ ঘোষিত নীতিমালা অনুযায়ী ৫০% কমিয়ে আনার যে নির্দেশনা ছিল সে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি।

 তাই ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃতের হার অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্য ঘোষণা করা হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর