বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজাকার তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকা গভীর ষড়যন্ত্র

---- শাহরিয়ার কবির

রংপুর প্রতিনিধি

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, রাজাকার তালিকায় মুক্তিযোদ্ধাদের নামভুক্তি গভীর ষড়যন্ত্র বলে মনে হয়। তিনি বলেন, এভাবে মুক্তিযোদ্ধাদের নাম আসা দুঃখজনক। এজন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী তো ক্ষমা চেয়েছেন। তাই তাকে দায়ী করা উচিত হবে না। শাহরিয়ার কবির গত রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের মুক্তমঞ্চে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। তিনি বলেন, রাজাকার তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকাটা সুদূরপ্রসারী ষড়যন্ত্র মনে হচ্ছে। এখানে আলাদাভাবে দেখার কিছু নেই। এ তালিকা প্রত্যাহার করে নিলেই সমাধান হবে বলে তিনি মনে করেন না। শাহরিয়ার কবির বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াতসহ স্বাধীনতাবিরোধীরা বসে আছে, ’৭৫-এর পর থেকে তারা দীর্ঘকাল ক্ষমতায় ছিল। মুক্তিযুদ্ধের বহু নথিপত্র তারা বিকৃত করেছে, রাজাকারদের তালিকায় কোনো টেম্পারিং হয়েছে কিনা তদন্ত করে দেখতে হবে।

তদন্ত করে দেখা চাই, তারা রাজাকারদের তালিকা সরিয়ে দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা ঢুকিয়ে দিয়েছে কিনা।

 নির্মূল কমিটি পুরো বিষয় নিয়ে বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে তাদের অবস্থান জানাবে। এর আগে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ডা. মান্টুর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ আফজালসহ নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর