রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
ব্যাপক গণসংযোগে প্রার্থীরা

ইশতেহারে থাকবে সচল ঢাকার চমক : আতিক

নিজস্ব প্রতিবেদক

ইশতেহারে থাকবে সচল ঢাকার চমক : আতিক

সাইকেল চালিয়ে গণসংযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নির্বাচনের বাকি ছয় দিনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি। নগরীর গুলশান, কালাচাঁদপুর, প্রগতি সরণি, শাহজাদপুর এলাকায় গণসংযোগ করেন। গুলশান স্বাস্থ্য ক্লাব পার্কে গণসংযোগকালে আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশন হবে আধুনিক, গতিময়, সচল, সুস্থ ও মানবিক ঢাকা। নাগরিকদের নিরাপত্তা যেমন নিশ্চিত করা হবে, তেমনি খেলাধুলার জন্য থাকবে পর্যাপ্ত মাঠ ও পার্ক। আমি চাই আমাদের আগামী প্রজন্ম বেড়ে উঠুক সুস্থতায়। এরপর যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে আতিকুল ইসলাম বলেন, আমি চাই না কোনো আচরণবিধি লঙ্ঘন হোক। এ জন্য স্কুল মাঠের সমাবেশ বাতিল করে দিয়েছি। এরপর সাইকেল চালিয়ে নদ্দা কালাচাঁদপুর বাজারে প্রচার চালান আতিকুল ইসলাম। আতিকুল ইসলাম আজ তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন বলে জানিয়েছেন। আতিকের পক্ষে ভোট চাইলেন পেশাজীবীরা : রাজধানীর নাবিস্কোর মোড় থেকে নাখালপাড়া রেলগেট হয়ে লোকাস মোড় পর্যন্ত আতিকুল ইসলামের পক্ষে পেশাজীবীরা গণসংযোগ করেন। গণসংযোগে নেতৃত্ব দেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য নাজমুল হাসান পাখি, অ্যাডভোকেট কামরুল হাসান, সাংবাদিক জাহাঙ্গীর খান বাবু, যুবলীগ নেতা শাহাদত হোসেন সেলিম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর