বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

একচোখা সমালোচনা গণতন্ত্রের জন্য ভালো নয় : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতিতে ভিন্নমত থাকবেই, সরকারের সমালোচনাও থাকবে। যারা দায়িত্বে থাকবে তাদের সমালোচনা থাকবে। কিন্তু অন্ধ সমালোচনা বা একচোখা সমালোচনা গণতন্ত্রের জন্যও ভালো নয়, রাষ্ট্রের জন্যও ভালো নয়। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসের ভাষণ পর্যালোচনা’  শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি। সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান। সাবেক সচিব ওয়ালিউর রহমানও এতে বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা। ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীতে বাংলাদেশ এখন ২৮তম অর্থনীতির দেশ। আমরা আরও এগিয়ে যেতাম, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বেশি হতো যদি নেতিবাচক রাজনীতি দেশে না থাকত। সংঘর্ষের রাজনীতি না থাকত। সবকিছুতে না বলার যে সংস্কৃতি বিশেষ করে বিএনপির, এটা না থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যেত। তিনি বলেন, উন্নত রাষ্ট্র গঠনের পাশাপাশি উন্নত জাতিও হতে হবে আমাদের। আমরা একটি মানবিক রাষ্ট্র তৈরি করতে চাই।

আমরা এমন রাষ্ট্র চাই না যেখানে সন্তানরা বড় হওয়ার পর অভিভাবকদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর