মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বিতর্ক নিয়ে মাঠে কাউন্সিলর প্রার্থীরা
চট্টগ্রাম সিটি নির্বাচন

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে প্রশাসন। এরই মধ্যে অবৈধ অস্ত্রধারী ও বিক্রেতাদের একটি তালিকাও তৈরি করা হয়েছে। এ তালিকা ধরে শিগগিরই অভিযানে নামছে  তারা। র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, ‘নির্বাচনের আগে ও পরে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমাদের প্রস্তুতি রয়েছে। নির্বাচনে যাতে কেউ অবৈধ অস্ত্র ব্যবহার করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে নজর রয়েছে।’

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের পরিকল্পনা রয়েছে। তাই অস্ত্রধারীদের তথ্য হালনাগাদ করা হয়েছে। এ তালিকা ধরে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।’

জানা যায়, রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থাকা সন্ত্রাসী, ভাড়াটে সন্ত্রাসী, নানান অপরাধী চক্র এবং উঠতি কিশোর গ্যাংসমূহের কাছে প্রচুর অস্ত্র মজুদ রয়েছে বলে ধারণা করছে প্রশাসন। এ ছাড়া অস্ত্র ভাড়া দেয় এমন কিছু গ্রুপ সক্রিয় রয়েছে নগরীতে। যারা টাকার বিনিময়ে অপরাধী চক্রের কাছে অস্ত্র ভাড়া দেয়। এসব অস্ত্রধারীদেরই তালিকা তৈরি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, নগরীতে কী পরিমাণ অস্ত্র রয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই কারোর কাছে। প্রতিবার যখন অস্ত্রধারীর তালিকা তৈরি করা হয়, তখন তালিকায় নতুন করে কয়েকজনের নাম যুক্ত করে পুরনো তালিকা এদিক-ওদিক করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর