বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনা মোকাবিলায় প্রস্তুতি

সড়কে ব্লিচিং মিশ্রিত পানি ছিটাচ্ছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

সড়কে ব্লিচিং মিশ্রিত পানি ছিটাচ্ছে ডিএনসিসি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে গাড়ির মাধ্যমে ব্লিচিং মিশ্রিত পানি-জীবাণুনাশক ছিটানো হয়। গতকাল ডিএনসিসির সহকারী প্রকৌশলী ফজলে রাব্বীর নেতৃত্বে আটটি গাড়িতে নয়টি স্পটে ব্লিচিং মিশ্রিত এ পানি ছিটানো হয়। স্পটগুলো হচ্ছে- উত্তরা সেক্টর ৪, মিরপুর হারমান মেইনার স্কুল অ্যান্ড কলেজ, টোলারবাগ মডেল একাডেমি, আনসার ক্যাম্প, মিরপুর কাজীপাড়া, টাউন হল, বাড্ডা গুলশান, কলেজ গেট হাসপাতাল, রামপুরা টিভি সেন্টার ও পাশের এলাকা। জানা গেছে, প্রতি গাড়িতে ১০ হাজার লিটার পানি, ৭৫ কেজি ব্লিচিং পাউডার রয়েছে এবং প্রতিটি গাড়ি দেড় লাখ বর্গফুট এলাকায় জীবাণুনাশক ছিটাতে সক্ষম।

জীবাণুনাশক ছিটাবে এফবিসিসিআই : নারায়ণগঞ্জ থেকে রাজধানীর উত্তরা পর্যন্ত প্রধান প্রধান সড়কে জীবাণুনাশক      ছিটানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী- শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই। করোনাভাইরাস পরিস্থিতি উত্তরণে দুই দিনব্যাপী এই কার্যক্রম আজ সকালে মতিঝিল থেকে শুরু হবে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যাংকলরি অ্যাসোসিয়েশন ও ঢাকার দুই সিটি করপোরেশন। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, এফবিসিসিআই জীবাণু ধ্বংসের এ কাজের পাশাপাশি স্বাস্থ্য ও জরুরি সেবায় নিয়েজিতদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদানের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে সুরক্ষা সরঞ্জামের একটি চালান চীন থেকে দেশের পথে রয়েছে। তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সারা দেশে এফবিসিসিআই সদস্য চেম্বার ও বাণিজ্য সংগঠনগুলোকে চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর