করোনাভাইরাস বিস্তারের ভয়াবহতার মধ্যেও সঠিক খবরটি মানুষকে জানাতে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন হকাররা। দেশের এ দুর্যোগের সময় ঝুঁকি নিয়ে কাজ করা সেই হকারদের দিকে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সংবাদপত্র বিতরণ ও পরিবহনের সঙ্গে জড়িত ২ হাজার হকার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা সংবাদপত্র হকার্স সমিতি, ঢাকা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, ঢাকা পত্র-পত্রিকা বিতরণকারী সমিতি ও ঢাকা বিট সমিতির নেতৃবৃন্দের কাছে খাদ্যসহায়তার প্যাকেটগুলো হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল, সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সম্পাদক আলহাজ মো. শাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদপত্র হকারদের খাদ্যসহায়তা দেওয়ায় ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল বলেন, সারা দেশ যখন ছুটিতে, তখন হকাররা ঝুঁকি নিয়ে ঘুরে ঘুরে পত্রিকা বিলি করছেন। এই দুর্দিনে সংবাদপত্র হকারদের পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, আর্তমানবতার সেবায় বসুন্ধরা গ্রুপ সব সময়ই এগিয়ে এসেছে। করোনা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মাস্ক-পিপিইর মতো নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করছে। জাতীয় দুর্যোগের এই মুহুর্তে যে কোনো গুজব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। সংবাদমাধ্যম সঠিক সংবাদটি তুলে ধরে গুজব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল বলেন, দেশ এখন কঠিন সময় পাড়ি দিচ্ছে। মিডিয়া আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। হকাররা ভয়কে পরোয়া না করে বাড়ি বাড়ি পত্রিকা পৌঁছে দিচ্ছেন। অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বসুন্ধরা এবার সেই হকারদের পাশে দাঁড়িয়েছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ