করোনাভাইরাস বিস্তারের ভয়াবহতার মধ্যেও সঠিক খবরটি মানুষকে জানাতে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন হকাররা। দেশের এ দুর্যোগের সময় ঝুঁকি নিয়ে কাজ করা সেই হকারদের দিকে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সংবাদপত্র বিতরণ ও পরিবহনের সঙ্গে জড়িত ২ হাজার হকার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা সংবাদপত্র হকার্স সমিতি, ঢাকা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, ঢাকা পত্র-পত্রিকা বিতরণকারী সমিতি ও ঢাকা বিট সমিতির নেতৃবৃন্দের কাছে খাদ্যসহায়তার প্যাকেটগুলো হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল, সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সম্পাদক আলহাজ মো. শাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদপত্র হকারদের খাদ্যসহায়তা দেওয়ায় ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল বলেন, সারা দেশ যখন ছুটিতে, তখন হকাররা ঝুঁকি নিয়ে ঘুরে ঘুরে পত্রিকা বিলি করছেন। এই দুর্দিনে সংবাদপত্র হকারদের পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, আর্তমানবতার সেবায় বসুন্ধরা গ্রুপ সব সময়ই এগিয়ে এসেছে। করোনা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মাস্ক-পিপিইর মতো নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করছে। জাতীয় দুর্যোগের এই মুহুর্তে যে কোনো গুজব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। সংবাদমাধ্যম সঠিক সংবাদটি তুলে ধরে গুজব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল বলেন, দেশ এখন কঠিন সময় পাড়ি দিচ্ছে। মিডিয়া আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। হকাররা ভয়কে পরোয়া না করে বাড়ি বাড়ি পত্রিকা পৌঁছে দিচ্ছেন। অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বসুন্ধরা এবার সেই হকারদের পাশে দাঁড়িয়েছে।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
সংবাদপত্র হকারদের খাদ্য সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর