করোনাভাইরাস বিস্তারের ভয়াবহতার মধ্যেও সঠিক খবরটি মানুষকে জানাতে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন হকাররা। দেশের এ দুর্যোগের সময় ঝুঁকি নিয়ে কাজ করা সেই হকারদের দিকে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সংবাদপত্র বিতরণ ও পরিবহনের সঙ্গে জড়িত ২ হাজার হকার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা সংবাদপত্র হকার্স সমিতি, ঢাকা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, ঢাকা পত্র-পত্রিকা বিতরণকারী সমিতি ও ঢাকা বিট সমিতির নেতৃবৃন্দের কাছে খাদ্যসহায়তার প্যাকেটগুলো হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল, সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সম্পাদক আলহাজ মো. শাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদপত্র হকারদের খাদ্যসহায়তা দেওয়ায় ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল বলেন, সারা দেশ যখন ছুটিতে, তখন হকাররা ঝুঁকি নিয়ে ঘুরে ঘুরে পত্রিকা বিলি করছেন। এই দুর্দিনে সংবাদপত্র হকারদের পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, আর্তমানবতার সেবায় বসুন্ধরা গ্রুপ সব সময়ই এগিয়ে এসেছে। করোনা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মাস্ক-পিপিইর মতো নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করছে। জাতীয় দুর্যোগের এই মুহুর্তে যে কোনো গুজব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। সংবাদমাধ্যম সঠিক সংবাদটি তুলে ধরে গুজব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল বলেন, দেশ এখন কঠিন সময় পাড়ি দিচ্ছে। মিডিয়া আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। হকাররা ভয়কে পরোয়া না করে বাড়ি বাড়ি পত্রিকা পৌঁছে দিচ্ছেন। অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বসুন্ধরা এবার সেই হকারদের পাশে দাঁড়িয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ