করোনাভাইরাস বিস্তারের ভয়াবহতার মধ্যেও সঠিক খবরটি মানুষকে জানাতে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন হকাররা। দেশের এ দুর্যোগের সময় ঝুঁকি নিয়ে কাজ করা সেই হকারদের দিকে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সংবাদপত্র বিতরণ ও পরিবহনের সঙ্গে জড়িত ২ হাজার হকার পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা সংবাদপত্র হকার্স সমিতি, ঢাকা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতি, ঢাকা পত্র-পত্রিকা বিতরণকারী সমিতি ও ঢাকা বিট সমিতির নেতৃবৃন্দের কাছে খাদ্যসহায়তার প্যাকেটগুলো হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজটোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল, সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সম্পাদক আলহাজ মো. শাহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদপত্র হকারদের খাদ্যসহায়তা দেওয়ায় ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি মো. মোস্তফা কামাল বলেন, সারা দেশ যখন ছুটিতে, তখন হকাররা ঝুঁকি নিয়ে ঘুরে ঘুরে পত্রিকা বিলি করছেন। এই দুর্দিনে সংবাদপত্র হকারদের পাশে দাঁড়ানোয় বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, আর্তমানবতার সেবায় বসুন্ধরা গ্রুপ সব সময়ই এগিয়ে এসেছে। করোনা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মাস্ক-পিপিইর মতো নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করছে। জাতীয় দুর্যোগের এই মুহুর্তে যে কোনো গুজব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। সংবাদমাধ্যম সঠিক সংবাদটি তুলে ধরে গুজব প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল বলেন, দেশ এখন কঠিন সময় পাড়ি দিচ্ছে। মিডিয়া আরও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। হকাররা ভয়কে পরোয়া না করে বাড়ি বাড়ি পত্রিকা পৌঁছে দিচ্ছেন। অন্যান্য শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বসুন্ধরা এবার সেই হকারদের পাশে দাঁড়িয়েছে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সংবাদপত্র হকারদের খাদ্য সহায়তা দিল বসুন্ধরা গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর