বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শবেবরাতসহ সব নামাজ বাসায় পড়ার আহ্‌বান আহলে সুন্নাতের

নিজস্ব প্রতিবেদক

সরকারি সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে পবিত্র শবেবরাত, জুমাসহ পাঁচ ওয়াক্ত নামাজ বাসায় আদায় করার আহ্‌বান জানিয়েছেন আহলে সুন্নাত আল জামাতের নেতারা। গতকাল সংগঠনটির চেয়ারম্যান আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী, মহাসচিব উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকসহ কেন্দ্রীয় নেতারা এক যৌথ বিবৃতিতে এ আহ্‌বান জানান। নেতারা বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় দেশ ও জাতির স্বার্থে এবং মানুষের জীবন রক্ষার্থে সরকারি এ সিদ্ধান্ত সময়োপযোগী। সবার উচিত সরকারের এ সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করা। এ মহামারীর সময়ে বাসায় নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, সওয়াবও হবে। তাই আসুন,        সংক্রমণ এড়াতে মানুষের সুরক্ষায় সরকারি সিদ্ধান্ত মেনে বাসাবাড়িতে নিরাপদ দূরত্বে নামাজ আদায় করি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর