বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বাজেট বাস্তবায়নে সক্ষমতা বেড়েছে খুলনা সিটির

৫০৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা

সামছুজ্জামান শাহীন, খুলনা

২০১৮-১৯ অর্থবছরে খুলনা সিটি করপোরেশনের প্রস্তাবিত বাজেট ছিল ৬৩৭ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা। সংশোধিত আকারে এ বাজেট বাস্তবায়ন হয় ২৯৮ কোটি ৮৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৪৬. ৯০ শতাংশ। একইভাবে ২০১৯-২০ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ টাকা। বাস্তবায়ন হয় ৫৮২ কোটি ৭১ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৬৭.৩২ শতাংশ। গত এক বছরের ব্যবধানে বাস্তবায়নের হার বেড়েছে ২০.৪২ শতাংশ। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এ তথ্য জানিয়েছেন। জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে বিএনপির নির্বাচিত তৎকালীন সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এবং ২০১৯-২০ অর্থবছরে বর্তমান সিটি মেয়র আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক বাজেট ঘোষণা করেন। তবে সিটি করপোরেশনে দক্ষ জনবলের অভাব ও করোনা পরিস্থিতিতে গত অর্থবছরে প্রত্যাশা অনুযায়ী বাজেট বাস্তবায়ন সম্ভব হয়নি বলে জানিয়েছেন সিটি মেয়র তালুকদার খালেক। তিনি বলেন, সরকারের নিকট থেকে আশানুরূপ অর্থ পাওয়া গেলেও দাতা সংস্থা থেকে অনুরূপ বরাদ্দ না পাওয়ায় উন্নয়ন বাজেটে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি।  জানা যায়, উন্নয়ন তহবিলে সরকারি অনুদান ও দাতা সংস্থার প্রকল্পে বিগত বাজেটে লক্ষ্যমাত্রা ছিল ৬৯৫ কোটি ৭১ লাখ টাকা। এর মধ্যে পাওয়া গেছে ৪৪৮ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার টাকা। এ ক্ষেত্রে অর্জনের হার ৬৪.৪৫ শতাংশ।

এদিকে করোনা পরিস্থিতির কারণে ২০২০-২১ অর্থবছরে বাজেটের আকার কমেছে প্রায় ৩০০ কোটি টাকা। গতকাল নগর ভবনে ৫০৪ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি শেখ মো. গাউসুল আযম। এতে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর