মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে ব্যবসায়ী খুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে পুলপাড় হোসেন সাহেবের গলিতে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি মুদি দোকানি ছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় ঘাতক রাহাত মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত হত্যার দায় স্বীকার করেছে। জানা গেছে, ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি ট্রিপল নাইনে কল করে হত্যাকান্ডের বিষয়টি জানায়। পরে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক রাহাতকে গ্রেফতার করে। নিহত নজরুলের গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় এবং ঘাতক রাহাতের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, নিহত নজরুল মোহাম্মদপুরের পুলপাড় হোসেন সাহেবের গলিতে মুদি দোকান করতেন। গতকাল দুপুরে রাহাত নামে এক যুবক দোকানে ঢুকে তার পেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক রাহাতকে গ্রেফতার করা হয়েছে।

কী কারণে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত পুলিশকে জানিয়েছে, নজরুলের সঙ্গে পূর্বে একটি ঘটনায় শত্রুতা ছিল। ওই ঘটনার জেরে তিনি ছুরিকাঘাতের এ ঘটনা ঘটান। ঘটনার নেপথ্যে আরও কোনো কারণ বা আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর