রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়ন দাবি সরকারি চাকুরেদের

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ের মতো পাবলিক সার্ভিস কমিশন, হাই কোর্ট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারীসহ সমপদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা ও ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। অথচ জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তিনবার সুপারিশ করা সত্ত্বেও সারা দেশের অন্যান্য সরকারি দফতরে সমপদে কর্মরত কর্মচারীগণ আগের পদবি ও বেতন স্কেলে রয়ে গেছেন। অবিলম্বে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের মহাসচিব আবু নাসির খান বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভিতরে ও বাইরে সরকারি দফতরের প্রধান সহকারী, সহকারী, উচ্চমান সহকারী সমপদের পদবি ও বেতন স্কেল এক এবং অভিন্ন ছিল। ১৯৯৫ সালে প্রজ্ঞাপন দিয়ে শুধু সচিবালয়ের বর্ণিত পদগুলো প্রশাসনিক কর্মকর্তা পদবিসহ ১০ নম্বর গ্রেডে উন্নীত করা হয়। ফলে সরকারি দফতরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্যের সৃষ্টি হয়। অত্র সংগঠনের দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে বৈষম্য নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশ করা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশটি বাস্তবায়ন করছে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আবদুল হালিম (প্রাথমিক শিক্ষা অধিদফতর), মমিনুর রশীদ সিদ্দিকী (খাদ্য অধিদফতর), মোহাম্মদ জাকির হোসেন (ডাক অধিদফতর), বেল্লাল হোসেন, জামাল উদ্দিন, মামুনুর রশীদ  (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর), আ. হাকিম (যুব উন্নয়ন অধিদফতর), লোকমান আহমেদ (আয়কর বিভাগ), রবিউল জোয়াদ্দার, ঢাকা জিপিও, ফারুক মালুম (রাজউক), শফিকুল ইসলাম খান (এলজিইডি), লুৎফর রহমান (ডিএমপি), শাহাদত হোসেন (কৃষি সম্প্রসারণ অধিদফতর), রেশমা পারভীন (বিআরটিএ), এনামুল হক মজুমদার (কারিগরি শিক্ষা অধিদফতর), মো. জাহাঙ্গীর হোসেন (স্বাস্থ্য অধিদফতর), কে এম হুমায়ুন কবীর  টেলিযোগাযোগ অধিদফতর), নুরুজ্জামান হাওলাদার  ছাড়াও বহু সংখ্যক সরকারি কর্মচারী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর