সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

বাজেটের পর প্রথম দিনে শেয়ারবাজারে রেকর্ড লেনদেন

নিজস্ব প্রতিবেদক

আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবের পর প্রথম দিনে শেয়ারবাজারে টাকার অঙ্কে রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার কমানোর প্রভাবে লেনদেন ব্যাপক উত্থান দেখা গেছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির দর কমলেও হয়েছে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ লেনদেন। সূচক কমেছে আগের দিনের চেয়ে। সংসদে নতুন বছরের বাজেট দেওয়ার পর গতকাল ছিল শেয়ারবাজারের প্রথম দিন। শুরু থেকেই লেনদেনের হার ছিল ঊর্ধ্বমুখী। দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৬৯ কোটি টাকা। যা ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর সর্বোচ্চ লেনদেন। ওইদিন ডিএসইতে ২ হাজার ৭১০ কোটি টাকার লেনদেন হয়েছিল। লেনদেন রেকর্ড হলে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমায় মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮ পয়েন্টে নেমে গেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ৩৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০টির দাম বেড়েছে।

 বিপরীতে ১৪৩টির দাম কমেছে এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর