মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

পিপলস লিজিং পুনর্গঠন প্রশ্নে আদেশ ২৮ জুন

নিজস্ব প্রতিবেদক

বিদেশে পলাতক পি কে হালদারকান্ডে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড পুনর্গঠন হবে কি না সে বিষয়ে আদেশের জন্য ২৮ জুন দিন ঠিক করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাই কোর্ট বেঞ্চ এ দিন ঠিক করে দেয়। আদালত ওইদিন বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শুনবে বলেও জানিয়েছেন আইনজীবী মেজবাহুর রহমান। তিনি বলেন, ২০১ জন আমানতকারী পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড পুনর্গঠনে আবেদন করেন। আদালত তাদের বক্তব্য শোনে। এ সময় বাংলাদেশ ব্যাংকের পক্ষের আইনজীবী তানজীব উল আলম আদালতকে বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য রয়েছে। তখন আদালত ২৮ জুন দিন ঠিক করে দেয় জবাব দাখিলের জন্য। হাই কোর্টে আমানতকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। পিপলস লিজিং অ্যান্ড ফিন্যানশিয়াল সার্ভিস লিমিটেড (পিএলএফএসএল)-এর সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামানের পক্ষে ছিলেন মেজবাহুর রহমান। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ঋণগ্রহীতাদের তলব করে ২১ জানুয়ারি আদেশ দিয়েছিল হাই কোর্ট। এরপর কয়েক দফায় ঋণখেলাপিরা আদালতে হাজির হয়ে হলফনামা দাখিল করেন এবং ঋণ পরিশোধের কথা জানান।

সর্বশেষ খবর