শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

তারা মৃত, তাই হয়নি টিকার নিবন্ধন!

ময়মনসিংহ প্রতিনিধি

করোনাভাইরাসের জন্য টিকা নিতে নিবন্ধন করতে চেয়েছিলেন মোফাজ্জল হোসেন ও শিপন মিয়া নামের দুই ব্যক্তি। কিন্তু নিবন্ধন করতে পারেননি। কারণ জাতীয় পরিচয়পত্রের নম্বর টিপলেই তাদের মৃত দেখাচ্ছে। শুধু টিকার নিবন্ধনই নয়, জীবিত থেকেও মৃত থাকায় নিজেদের ভোটাধিকারও প্রয়োগ করতে পারেননি ওই দুই ব্যক্তি।  এ অবস্থায় দুজনই মৃত থেকে জীবিত হতে আবেদন করেছেন নির্বাচন অফিসে। কিন্তু ছয় মাসেও তারা সরকারিভাবে জীবিত হতে পারেননি। ২০১৩ সালে মোফাজ্জল ও ২০১৮ সালে শিপন জাতীয় পরিচয়পত্র হাতে পান। জানা যায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের স্বল্প চরপাড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন। তার বাবার নাম জসিম উদ্দিন। অপরদিকে একই উপজেলার উঁচাখিলা ইউনিয়নের মরিচারচর টানপাড়া মলামারী গ্রামের শিপন মিয়া। তিনি ওই গ্রামের মৃত আবু সাঈদের সন্তান। ভুক্তভোগীরা জানান, এ সমস্যার কারণে সন্তানদের জন্মনিবন্ধন, বিদ্যালয়ে ভর্তি, ভিজিএফ, ভিজিডি, করোনার টিকাসহ সরকারি সবকিছু থেকেই তারা বঞ্চিত হচ্ছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, মৃত ব্যক্তিদের নাম কর্তনের কাজ করতে গিয়ে হয়তো এমন ভুল হয়েছে।

বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও হয়েছে। সংশোধনের জন্য আবেদনটি ওপর মহলে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর