এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে মুরগি, মসুর ডাল, পিঁয়াজ, হলুদ ও জিরার দাম কিছুটা কমলেও বেড়েছে চাল, চিনি, বোতলজাত ভোজ্য তেল, ময়দা, আলুর দাম। শীতের সবজি বাজারে উঠতে শুরু করলেও এখনো দাম আকাশছোঁয়া। এক মাসের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রায় অর্ধেকে নামলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-১৫ টাকা কমে ১৬৫-১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে দাম ছিল ১৮০-১৮৫ টাকা। ব্রয়লার মুরগির দাম কমলেও পাকিস্তানি কক বা সোনালি মুরগি এবং লাল লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা। আর লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা। মুরগির দাম কমলেও গত সপ্তাহে ১১০ টাকা ডজনের ডিম এখন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। এ ছাড়া সরু ও মোটা চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। মাঝারি দানার মসুর ডালের দাম কেজিতে ২ টাকার মতো কমে ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম কেজিতে ৪-৬ টাকা বেড়ে ২০ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। পিঁয়াজের দাম কিছুটা কমেছে। গতকাল কারওয়ান বাজারে দেশি পিঁয়াজ ৫৫-৫৬ টাকা কেজি বিক্রি হয়েছে। গত সপ্তাহে দাম ছিল ৬৪-৬৫ টাকা। আর ভারতীয় পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৪৬ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, পূজার সময় ভারত থেকে পিঁয়াজ কম আসায় দাম বেড়ে গিয়েছিল। এখন বাজারে দেশি ও আমদানি করা উভয় ধরনের পিঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে। এ কারণে দাম কমছে। এদিকে গত মাসে হঠাৎ করেই কাঁচামরিচের দাম প্রতি কেজি ২০০ টাকায় পৌঁছায়। গত সপ্তাহে ৮০-১০০ টাকায় নেমে আসে। গতকাল বাজারভেদে প্রতি কেজি কাঁচামরিচ ৯০-১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ২২ অক্টোবর খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৫০-১৫৫ টাকায়। গতকাল ১৫০-১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ২৬ অক্টোবর নদ-নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকলেও দাম চড়া। গতকাল কৃষি মার্কেট কাঁচাবাজার ও কারওয়ান বাজারে দেড় কেজির কাছাকাছি ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ২০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এক কেজি ওজনের ইলিশ ৯০০-১ হাজার টাকা এবং এর চেয়ে কম ওজনের ইলিশ ৭০০-৮৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এদিকে বাজারে শীতের সবজি ওঠা শুরু করলেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গাজর ১০০ থেকে ১৬০ টাকায় ও টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। শিম গত সপ্তাহের মতো কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। ছোট ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। মুলা প্রতি কেজি ৪০-৫০ টাকায়, ঝিঙে ৪০-৫০ টাকায়, করলা ৬০-৮০ টাকায়, চিচিঙ্গা ৫০-৬০ টাকায়, পটোল ৫০-৬০ টাকায়, ঢেঁড়স ৪০-৬০ টাকায়, বরবটি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে লালশাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, মুলাশাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, কলমিশাকের আঁটি ৫ থেকে ১০ টাকা ও প্রতি হালি কাঁচকলা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে তৃতীয় দিনে আপিল শুনানি চলছে
- রুশ বোমারু বিমানের টহল, প্রথম পারমাণবিক মহড়ার প্রস্তুতি
- আজ সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- ফ্রাঙ্কফুর্টকে উড়িয়ে স্বরূপে ফিরল লিভারপুল
- রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, দুই কলেজ শিক্ষার্থী আহত
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক
দাম কমেছে মুরগির, বেড়েছে ডিমের, চড়া সবজির বাজার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর