এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে মুরগি, মসুর ডাল, পিঁয়াজ, হলুদ ও জিরার দাম কিছুটা কমলেও বেড়েছে চাল, চিনি, বোতলজাত ভোজ্য তেল, ময়দা, আলুর দাম। শীতের সবজি বাজারে উঠতে শুরু করলেও এখনো দাম আকাশছোঁয়া। এক মাসের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রায় অর্ধেকে নামলেও গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫-১০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-১৫ টাকা কমে ১৬৫-১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে দাম ছিল ১৮০-১৮৫ টাকা। ব্রয়লার মুরগির দাম কমলেও পাকিস্তানি কক বা সোনালি মুরগি এবং লাল লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা। আর লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা। মুরগির দাম কমলেও গত সপ্তাহে ১১০ টাকা ডজনের ডিম এখন বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। এ ছাড়া সরু ও মোটা চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বেড়েছে। মাঝারি দানার মসুর ডালের দাম কেজিতে ২ টাকার মতো কমে ৯৫-১০০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দাম কেজিতে ৪-৬ টাকা বেড়ে ২০ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। পিঁয়াজের দাম কিছুটা কমেছে। গতকাল কারওয়ান বাজারে দেশি পিঁয়াজ ৫৫-৫৬ টাকা কেজি বিক্রি হয়েছে। গত সপ্তাহে দাম ছিল ৬৪-৬৫ টাকা। আর ভারতীয় পিঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৪৬ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, পূজার সময় ভারত থেকে পিঁয়াজ কম আসায় দাম বেড়ে গিয়েছিল। এখন বাজারে দেশি ও আমদানি করা উভয় ধরনের পিঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে। এ কারণে দাম কমছে। এদিকে গত মাসে হঠাৎ করেই কাঁচামরিচের দাম প্রতি কেজি ২০০ টাকায় পৌঁছায়। গত সপ্তাহে ৮০-১০০ টাকায় নেমে আসে। গতকাল বাজারভেদে প্রতি কেজি কাঁচামরিচ ৯০-১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ২২ অক্টোবর খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হয়েছে ১৫০-১৫৫ টাকায়। গতকাল ১৫০-১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে ২৬ অক্টোবর নদ-নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ থাকলেও দাম চড়া। গতকাল কৃষি মার্কেট কাঁচাবাজার ও কারওয়ান বাজারে দেড় কেজির কাছাকাছি ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ২০০ টাকায় বিক্রি করতে দেখা যায়। এক কেজি ওজনের ইলিশ ৯০০-১ হাজার টাকা এবং এর চেয়ে কম ওজনের ইলিশ ৭০০-৮৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এদিকে বাজারে শীতের সবজি ওঠা শুরু করলেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গাজর ১০০ থেকে ১৬০ টাকায় ও টমেটোর কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। শিম গত সপ্তাহের মতো কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। ছোট ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। মুলা প্রতি কেজি ৪০-৫০ টাকায়, ঝিঙে ৪০-৫০ টাকায়, করলা ৬০-৮০ টাকায়, চিচিঙ্গা ৫০-৬০ টাকায়, পটোল ৫০-৬০ টাকায়, ঢেঁড়স ৪০-৬০ টাকায়, বরবটি ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আকারভেদে লালশাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, মুলাশাকের আঁটি ১০ থেকে ২০ টাকা, কলমিশাকের আঁটি ৫ থেকে ১০ টাকা ও প্রতি হালি কাঁচকলা ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
শিরোনাম
- শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল সোমবার
- যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন : ডা. জাহিদ
- সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি
- ‘জুলাই স্পিরিটের’ সাথে প্রতারণাকারীরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে : শিবির সভাপতি
- আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা জানাল সরকার
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
দাম কমেছে মুরগির, বেড়েছে ডিমের, চড়া সবজির বাজার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম