বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ ০০:০০ টা
ওয়াশিংটনে বৈঠক

গুরুত্ব পাবে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী একাধিক সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুটি থিঙ্কট্যাংকের সঙ্গে বৈঠকে বসছেন ওয়াশিংটন সফররত বাংলাদেশ প্রতিনিধি দল। এ বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও গুরুত্ব পাবে র‌্যাবের বর্তমান ও সাবেক সাত শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি। বৈঠকের জন্য গত ১৭ মে ওয়াশিংটন ডিসিতে এসেছেন বাংলাদেশ জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লে. কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ এমপি, নাহিম রাজ্জাক এমপি এবং কাজী নাবিল আহমেদ এমপি। ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাঁদেরকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন কর্মকর্তাও ছিলেন এয়ারপোর্টে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, পাঁচ দিনের এ রাষ্ট্রীয় সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও সাম্প্রতিক সময়ে বিশেষ একটি মহলের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে র‌্যাবের বর্তমান ও সাবেক সাত শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারির ঘটনাটিতে প্রাধান্য দেবেন। র‌্যাবের কর্মকান্ড নিয়ে প্রশ্নের অবতারণা করায় প্রকারান্তরে সন্ত্রাসবাদ ও জঙ্গি দমনের কার্যক্রমকে থামিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের একটি অংশ যুক্ত কিনা, তা মার্কিন নীতিনির্ধারকদের খতিয়ে দেখার অনুরোধ জানাবেন তারা। ২২ মে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র ত্যাগের আগে প্রবাসীদের সঙ্গেও বৈঠকে মিলিত হতে পারেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর