শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

পোহালে শর্বরী’র মঞ্চায়ন শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

পোহালে শর্বরী’র মঞ্চায়ন শুরু

দীর্ঘ বিরতি শেষে শীর্ষস্থানীয় নাটকের দল থিয়েটার মঞ্চে এনেছে দলটির নতুন নাটক ‘পোহালে শর্বরী’। এটি দলের ৪৭তম প্রযোজনার নাটক। গত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয় নাটকটির দুই দিনের মঞ্চায়ন। দুই দিনে মোট চারটি প্রদর্শনী হবে। বিকাল সাড়ে ৫টায় উদ্বোধনী মঞ্চায়ন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় একই মিলনায়তনে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। সুরেন্দ্র বর্মা রচিত হিন্দি ভাষার এ নাটকটির অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনায় রয়েছেন রামেন্দু মজুমদার এবং সংযুক্ত নির্দেশক ত্রপা মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানভীন সুইটি, আপন আহসান, তানজুম আরা পল্লী, নূরে খোদা মাশুক সিদ্দিক, শেকানুল ইসলাম শাহী, ত্রপা মজুমদার, সামিয়া মহসীন, নাজমুন নাহার নাজু, রবিন বসাক, রাশেদুর রহমান, জোয়ারদার সাইফ, মুশফিকুর রহমান, তানভীর হোসেন সামদানী প্রমুখ। আজও একই সময়ে একই মিলনায়তনে নাটকটির আরও দুটি প্রদর্শনী হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট : নড়াইলে কলেজশিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা, আশুলিয়ায় কলেজশিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. অরুণ কুমারকে জমিসংক্রান্ত বিষয়ে হেনস্তার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর বাহাদুর শাহ পার্কে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আদি ঢাকা সাংস্কৃতিক জোটের সহসভাপতি ফজলুর রহমান, ঢাকা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের শিক্ষক মনোজ দত্ত, কাউন্সিলর আরিফুর রহমান ছোটন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর