বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

ফাঁকা নগরে স্বস্তির সড়ক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

ফাঁকা নগরে স্বস্তির সড়ক

চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় থেকে নিউমার্কেট। স্বাভাবিক সময়ে এখানে যানবাহন গিজ গিজ করে। থাকে যানজট। ফুটপাত দিয়েও হাঁটা দায়। যানবাহন চলে মন্থর গতিতে। কিন্তু গতকাল দুপুরে এ সড়কে যানবাহনের সংখ্যা কেবলই হাতেগোনা। সড়কটি ফাঁকা। নিউমার্কেট থেকে জুবিলী রোড সড়কটিও সাধারণ সময়ে যানজটে অস্থির থাকে। গতকাল এটিও অনেকটা ফাঁকা।

সোমবার ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ। মঙ্গলবার থেকে পুরোদমে অফিস-আদালত-ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠান শুরু হয়। কিন্তু অনেক জায়গায়ই এখনো ঈদের আমেজ চলছে। গ্রাম থেকে কর্মস্থলে যোগ দিতে এলেও তা সংখ্যায় কম। তাই বাণিজ্যিক শহরে ফেরেনি চিরচেনা রূপ। ফলে নগরের ব্যস্ত সড়কগুলোতে নেই নিত্যদিনের যানজটের দৃশ্য। এখনো বন্ধ অনেক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান। অনেকের পরিবার এখনো গ্রামেই। তাই নগর অনেকটাই ফাঁকা। সড়কও স্বস্তির। স্বস্তির সড়কে পথচারীরা নিজের মতোই চলাচল করছেন। যানবাহনও চলছে আপন গতিতে। নিউমার্কেট এলাকার ব্যবসায়ী আনিস আহমেদ বলেন, ঈদের ছুটি শেষ হলেও এখনো আমেজ থেকে গেছে। কারণ এখনো অনেকে শহরে আসেনি। কেউ কেউ বাড়ি থেকে আসা-যাওয়া করে অফিস বা ব্যবসা-বাণিজ্য করছেন। এ সপ্তাহ এভাবে চলে যাবে। আগামী রবিবার থেকে হয়তো পুরোদমে শুরু হবে জীবনাযাত্রা। অন্যদিকে, সরকারি-বেসরকারি অফিসগুলো খোলা হলেও অফিসে এখনো চলছে ঈদের আমেজ। উপস্থিত অনেকে ঈদের শুভেচ্ছাবিনিময় ও গল্প করে সময় পার করছেন। আবার অনেকে বাড়তি ছুটি নিয়ে বাড়িতে ঈদ করতে গেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ বলেন, মঙ্গলবার থেকেই অফিস পুরোদমে শুরু হয়। গতকাল অফিসে গণশুনানি চলেছিল। শুনানিতে নির্ধারিত ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। গতকাল বুধবার নগরের অনেক সড়ক ও মার্কেট ঘুরে দেখা যায়, সড়কে কম যানবাহন। কম সংখ্যক যানবাহনই এখন চলছে সড়কে। নেই যানবাহনের ছোটাছুটি, নেই যানজটের চিরচেনা দৃশ্য। অন্যদিকে, নগরের অনেক মার্কেট-বিপণিবিতান খুললেও দোকানগুলো খোলেনি। টেরিবাজার, নিউমার্কেট, রেয়াজুদ্দিন বাজারসহ বিভিন্ন মার্কেটে অনেক দোকান এখনো বন্ধ। টেরিবাজারের ব্যবসায়ী মুহাম্মদ সেলিম উল্লাহ বলেন, মার্কেট খুলেছে। কিন্তু এখনো অনেক দোকান বন্ধ। এখন ব্যবসা তেমন একটা চলবে না। ক্রেতারা এখনো শহরমুখী হয়নি। আগামী রবিবার দোকান খোলা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর