বুধবার, ২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

৪০তম বিসিএসে নিয়োগ পেলেন ১৯২৯ জন

নিজস্ব প্রতিবেদক

৪০তম বিসিএসে উত্তীর্ণ ১ হাজার ৯২৯ জনকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দিয়েছে সরকার। এসব প্রার্থীকে আগামী ৪ ডিসেম্বর যোগদানের অনুরোধ করা হয়েছে। গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, এসব প্রার্থীকে লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারণ করা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ের সব প্রতিবেদন পেতে দেরি হওয়ায় প্রজ্ঞাপন প্রকাশে দেরি হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র। ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হয়। যেখানে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। ২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। ওই বছরের ২৫ জুলাই প্রকাশ হওয়া ফলাফলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ প্রার্থী। ২০২০ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা শুরু হয়, শেষ হয় ফেব্রুয়ারিতে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর