মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পুঁজিবাজারে ব্যাংকের অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে আরও এক বছর সময় বাড়ানো হয়েছে। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে ব্যাংকগুলো। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ডিওএস  থেকে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ৭ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা বিজ্ঞপ্তিতে সময়সীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়েছিল। এবার এ নিয়ে সার্কুলার জারি করল।

সার্কুলারে বলা হয়, পুঁজিবাজারে গত ৩১ আগস্ট পর্যন্ত যেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ রয়েছে সেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ ব্যাংক কোম্পানি আইনে বর্ণিত নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

দরপতন শেয়ারবাজারে : সপ্তাহের দ্বিতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবস দরপতন হলো শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৩০ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির। আর ২৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৪০ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১১৬ কোটি ৪৮ লাখ টাকা। টাকার অঙ্কে বাজারটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২৫ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।  সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪১ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭ কোটি ২০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ১৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৯টির এবং ৮১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর