বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শীত বিদায়ের আগে ছয় জেলায় শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

গতকাল ঋতুরাজ বসন্তের প্রথম দিনেই দেশের ছয় জেলায় শৈত্যপ্রবাহের খবর এলো। শীত বিদায়ের এই ক্ষণে আরও দু-একদিন এসব জেলায় এমন তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জানান, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, পাবনা, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজারে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তবে এই শৈত্যপ্রবাহ স্থায়ী হবে না জানিয়ে তিনি বলেন, ‘মৃদু শৈত্যপ্রবাহ দু-এক জায়গায় কাল প্রশমিত হতে পারে। দু-একদিন পর থেকে তাপমাত্রা বাড়তে পারে।’ গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বর্ষপঞ্জি অনুযায়ী গতকাল ফাল্গুন শুরু হলেও মাঘের শেষ থেকেই ফাগুনি হাওয়া বইতে শুরু করে। দিনের তাপমাত্রা একটু বাড়তে থাকলেও রাত ও ভোরে হিম হিম ভাব টের পাওয়া যাচ্ছিল। সোমবারই আবহাওয়াবিদ নাজমুল হক জানয়েছিলেন, সামনের কয়েকদিন দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রার পারদ নামতে পারে। এরপর থেকে তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও আভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর