আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন নূ হ উল আলম লেনিন। দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০১৬ সাল থেকে আর কোনো পদে ছিলেন না লেনিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আবারও দলে স্থান পেলেন নূ হ উল আলম লেনিন। এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা চিঠি গতকালই পেয়েছি। উল্লেখ্য, নূ হ উল আলম লেনিন ১৯৯৭ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেন। ওই বছরই আওয়ামী লীগের সম্মেলনে তিনি দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য নির্বাচিত হন। পরের বার তিনি হন তথ্য ও গবেষণা সম্পাদক। এরপর দায়িত্ব পান প্রচার সম্পাদকের। ২০১২ সালে তাকে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্য করা হয়। ২০১৬ সালে তিনি বাদ পড়েন।