বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন আজ

রাষ্ট্রপতি ভাষণ দেবেন কাল

আহমদ সেলিম রেজা

আগামীকাল ৭ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদের অভিযাত্রার ৫০ বছরপূর্তি দিবস। সংসদের সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার বসছে সংসদের বিশেষ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৭ এপ্রিল শুক্রবার সংসদের বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ সদস্য। এরপর সুনামের সঙ্গে এই জাতীয় সংসদে একাধারে ডিপুটি স্পিকার ও স্পিকারেরও দায়িত্ব পালন করেছেন। প্রথম জাতীয় সংসদের সদস্য তালিকা পর্যালোচনা করে দেখা যায়, প্রথম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন এমন চারজন কিংবদন্তি রাজনীতিবিদ চলমান একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে আওয়ামী লীগের সদস্য হিসেবে তারা রাজনৈতিক জীবন শুরু করেছিলন। আজও তারা আওয়ামী লীগের রাজনীতি করেন। আওয়ামী লীগের এমপি হিসেবে তারা বিশেষ অধিবেশন অংশ নেবেন ও প্রথম অধিবেশনের স্মৃতিচারণা করে বক্তব্য রাখবেন। এই কিংবদন্তি রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন প্রবীণ রাজনীতিবিদ আমির হোসেন আমু, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও নোয়াখালীর এ কে এম শাহজাহান কামাল। দীর্ঘ ৫০ বছরের অভিযাত্রায় আজ বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদের সংসদনেতা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যাপন করছেন জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে নারীর ক্ষমতায়ন, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্বের রোল মডেল বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। আজ সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশান এরশাদ, সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী একজন নারী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর