শিরোনাম
রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ঈদের আগে মামুনুল হকসহ আলেমদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি

আল্লামা ইসমাঈল নূরপুরী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, মাওলানা মামুনুল হকসহ শীর্ষ কয়েকজন আলেম দীর্ঘ দুই বছর কারাগারে বন্দি জীবনযাপন করছেন। আলেমদের এভাবে জেলে বন্দি রাখা দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়। দেশের মানুষ আলেম উলামাদের মুক্ত দেখতে চায়। কারাবন্দি আলেমদের ঈদের আগে মুক্তি দিতে হবে। নইলে ঈদের পর আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। গতকাল রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্ট কনভেশন হলে বাংলাদেশ খেলাফত মজলিস উদ্যোগে আয়োজিত ইফতার মহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের পরিচালনায় আরও বক্তৃতা করেন মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা। আল্লামা ইসমাঈল নূরপুরী বলেন, সরকার সাধারণ মানুষের দিকে কোনো দৃষ্টিপাত করছে না। মানুষ জীবন পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। চাল, ডাল, তেলসহ সব পণ্যের দাম আকাশচুম্বী, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সামনে পবিত্র রমজান মাস। ব্যবসায়ীদের একটি গোষ্ঠী সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর