উঠান বৈঠক, কুশল বিনিময়, ভোট প্রার্থনা আর গণসংযোগে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। ১৬ আসনের প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটার, প্রার্থী ও সমর্থকদের পদচারণে সরগরম নগর ও জেলার অলিগলি, হাটবাজারসহ বিভিন্ন এলাকা। বেশির ভাগ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতির কারণে জমে উঠেছে প্রচার। চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত বিজয় র্যালিতে অংশ নেন। গতকাল রাঙ্গুনিয়ার পূর্ব লিচুবাগান বাসস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্য দেন তিনি। পরে লিচুবাগান থেকে র্যালি শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ২০ কিলোমিটার প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎ গেট এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে হাজারো নেতা-কর্মী-সমর্থক অংশ নেয়। চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গতকাল আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল সাহেরখালীসহ কয়েকটি ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনও গতকাল আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন গতকাল দিনভর প্রচার, গণসংযোগের সময় ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। চট্টগ্রাম-৯ আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমও দিনভর প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনে একই দলের প্রার্থী এস এম আল মামুন, চট্টগ্রম-১৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানসহ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরাও দিনভর নির্বাচনি কার্যালয় উদ্বোধন, জনসংযোগ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
প্রচারণায় সরগরম অলিগলি
আজহার মাহমুদ, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর