উঠান বৈঠক, কুশল বিনিময়, ভোট প্রার্থনা আর গণসংযোগে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। ১৬ আসনের প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটার, প্রার্থী ও সমর্থকদের পদচারণে সরগরম নগর ও জেলার অলিগলি, হাটবাজারসহ বিভিন্ন এলাকা। বেশির ভাগ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতির কারণে জমে উঠেছে প্রচার। চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত বিজয় র্যালিতে অংশ নেন। গতকাল রাঙ্গুনিয়ার পূর্ব লিচুবাগান বাসস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্য দেন তিনি। পরে লিচুবাগান থেকে র্যালি শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ২০ কিলোমিটার প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎ গেট এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে হাজারো নেতা-কর্মী-সমর্থক অংশ নেয়। চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গতকাল আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল সাহেরখালীসহ কয়েকটি ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনও গতকাল আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন গতকাল দিনভর প্রচার, গণসংযোগের সময় ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। চট্টগ্রাম-৯ আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমও দিনভর প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনে একই দলের প্রার্থী এস এম আল মামুন, চট্টগ্রম-১৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানসহ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরাও দিনভর নির্বাচনি কার্যালয় উদ্বোধন, জনসংযোগ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।
শিরোনাম
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা