উঠান বৈঠক, কুশল বিনিময়, ভোট প্রার্থনা আর গণসংযোগে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। ১৬ আসনের প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটার, প্রার্থী ও সমর্থকদের পদচারণে সরগরম নগর ও জেলার অলিগলি, হাটবাজারসহ বিভিন্ন এলাকা। বেশির ভাগ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতির কারণে জমে উঠেছে প্রচার। চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত বিজয় র্যালিতে অংশ নেন। গতকাল রাঙ্গুনিয়ার পূর্ব লিচুবাগান বাসস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্য দেন তিনি। পরে লিচুবাগান থেকে র্যালি শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ২০ কিলোমিটার প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎ গেট এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে হাজারো নেতা-কর্মী-সমর্থক অংশ নেয়। চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গতকাল আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল সাহেরখালীসহ কয়েকটি ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনও গতকাল আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন গতকাল দিনভর প্রচার, গণসংযোগের সময় ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। চট্টগ্রাম-৯ আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমও দিনভর প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনে একই দলের প্রার্থী এস এম আল মামুন, চট্টগ্রম-১৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানসহ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরাও দিনভর নির্বাচনি কার্যালয় উদ্বোধন, জনসংযোগ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।
শিরোনাম
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
- মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক
- দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি বরং উন্নতি হয়েছে : অর্থ উপদেষ্টা
- ‘রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে ফ্যাসিবাদীরা এ দেশের রাজনীতিতে স্থান পাবে না’
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেমিনার
- বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: খোকন
- খাগড়াছড়িতে ‘পদোন্নতি বঞ্চিত’ প্রভাষকদের কর্মবিরতি শুরু