উঠান বৈঠক, কুশল বিনিময়, ভোট প্রার্থনা আর গণসংযোগে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা। ১৬ আসনের প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটার, প্রার্থী ও সমর্থকদের পদচারণে সরগরম নগর ও জেলার অলিগলি, হাটবাজারসহ বিভিন্ন এলাকা। বেশির ভাগ আসনে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতির কারণে জমে উঠেছে প্রচার। চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত বিজয় র্যালিতে অংশ নেন। গতকাল রাঙ্গুনিয়ার পূর্ব লিচুবাগান বাসস্ট্যান্ডে এক পথসভায় বক্তব্য দেন তিনি। পরে লিচুবাগান থেকে র্যালি শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ২০ কিলোমিটার প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎ গেট এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে হাজারো নেতা-কর্মী-সমর্থক অংশ নেয়। চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গতকাল আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল সাহেরখালীসহ কয়েকটি ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনও গতকাল আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন। চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন গতকাল দিনভর প্রচার, গণসংযোগের সময় ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। চট্টগ্রাম-৯ আসনে নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম-১০ আসনে নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমও দিনভর প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনে একই দলের প্রার্থী এস এম আল মামুন, চট্টগ্রম-১৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানসহ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরাও দিনভর নির্বাচনি কার্যালয় উদ্বোধন, জনসংযোগ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সহ নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।
শিরোনাম
- গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
- পঞ্চদশ সংশোধনী : লিভ টু আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
প্রচারণায় সরগরম অলিগলি
আজহার মাহমুদ, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর