বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির দাবি জানিয়ে বলেছেন, ছাত্র রাজনীতির মাধ্যমে দেশে বড় বড় পরিবর্তন হয়েছে। ১৯৬৯ থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র সংগঠন ও ছাত্র রাজনীতির কারণে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী ছাত্র রাজনীতি করার অধিকার দিয়েছে।
ছাত্র রাজনীতি নিয়ে যে জনগণ ও সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট রয়েছে, তা আস্তে আস্তে কেটে যাবে। গতকাল রংপুর নগরীর একটি হোটেল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।