সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের শ্বশুরবাড়ি কুমিল্লার চান্দিনায় গতকাল হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। লুটপাটের পর তাদের বাড়ি ঘেরাও করে অবরুদ্ধ রাখেন হামলাকারীরা। ভুক্তভোগীরা পুলিশের জরুরি নম্বর ৯৯৯ ফোন করার পর যৌথ বাহিনীর অভিযানে চারজনকে আটক করা হয়। উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখোলা মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় সাবেক মন্ত্রী মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তারের বড় ভাই আলাউদ্দিন মুন্সি ও নাছির উদ্দিন মুন্সির ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেন হামলাকারীরা। ওই সব ঘটনা লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কর্মী-সমর্থকরা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
আটক ব্যক্তিরা হলেন-চান্দিনা উপজেলার মীরাখোলা গ্রামের আবদুল রহিমপর ছেলে মো. রনি (১৮), মোখলেছুর রহমানের ছেলে মো. রহিম (৪০), মৃত মনহর উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান (৬৫) ও ফজলুর রহমানের ছেলে আবদুল করিম (৪০)।
চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি এ কে এম সামছুল হক মাস্টার জানান, হামলার ঘটনায় এলডিপির কোনো নেতা-কর্মী জড়িত নেই। ভুক্তভোগীদের অভিযোগ মিথ্যা। তারপরও যদি কেউ আমাদের দলের হয়ে থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।