স্বচ্ছ, কার্যকর, গতিশীল ও জবাবদিহিমূলক বিজিএমইএ গড়ে তুলতে চায় নির্বাচনি জোট ফোরাম। নেতারা বলছেন, পোশাক মালিক-উদ্যোক্তারা সংগঠনটির নেতৃত্ব দিলে এ খাতের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ ৯ দফা অগ্রাধিকার নিয়ে কাজ করবেন। গতকাল রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নির্বাচনি জোট ফোরাম নেতারা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। লিখিত বক্তব্য দেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু। এ সময় ফোরাম মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী, প্রধান নির্বাচন সমন্বয়ক ফয়সাল সামাদসহ প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মাহমুদ হাসান খান বাবু বলেন, বিজিএমইএর যতটা শক্তিশালী ভূমিকা রাখার কথা তা বিগত দিনে হয়নি। একটি গোষ্ঠী সরকারের সঙ্গে তাল মিলিয়ে বিতর্ক তৈরি করেছে। উদ্যোক্তা, মালিকরা সব সময় স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিজিএমইএ চেয়েছেন। তিনি বলেন, এবার এমন একটি প্যানেল দেওয়া হয়েছে, যারা শিল্পের জন্য কাজ করবেন। বিজিএমইএ দলীয় কার্যালয় হবে না। আমরা নেতৃত্ব পেলে, প্রত্যেক পরিচালককে জবাবদিহির মধ্যে রাখা হবে। পোশাক খাতের অগ্রযাত্রা, উন্নয়ন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাসহ ৯টি কৌশলগত প্রস্তাব উপস্থাপন করেন ফোরাম নেতারা। অগ্রাধিকারের তালিকায় রয়েছে, এসএমই উদ্যোক্তাদের জন্য বাড়তি নীতিসহায়তা নিশ্চিত করা, ব্যাংক ও কাস্টমস হয়রানি নিরসন, রুগ্ণ প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ নীতিসহায়তা আদায়, অনিয়ন্ত্রিত কারণে রুগ্ণ প্রতিষ্ঠানের এক্সিট পলিসি চূড়ান্ত করা।