সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। গতকাল গণমাধ্যমে পুলিশ সদর দপ্তরের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, গতকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৬৬৫ জনকে। অভিযানে তিনটি একনলা বন্দুক, একটি শটগান, দুটি এলজি, সাত রাউন্ড গুলি, চারটি লেড বলের গুলি, চারটি চাকু, তিনটি বার্মিজ চাকু, দুটি চাপাতি, দুটি চাইনিজ কুড়াল, পাঁচটি হাঁসুয়া ও দুটি রামদা জব্দ করা হয়। এ বিশেষ অভিযান চলমান থাকবে।