জাতীয় ঐক্যজোটের নেতারা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট প্রয়োজন। তারা বলেন, যেকোনো সময় দেশের আকাশে কালো মেঘের ছায়া নেমে আসতে পারে। সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। পরস্পরের মাঝে বিভাজন না হয়ে আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য রাষ্ট্র উপহার দেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর এর প্রধান হাতিয়ার হলো জুলাই সনদের বাস্তবায়ন। গতকাল রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যজোট আয়োজিত জাতীয় সংহতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জোটের প্রধান সমন্বয়ক মাওলানা আলতাফ হুসাইন মোল্লার সভাপতিত্বে ও মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন শুভ, অধ্যাপক সিদ্দিকুর রহমান, মাহাবুবুল আলম, মাওলানা শরিফ হাজারী, মাওলানা আজহারুল ইসলাম, শওকত আমিন, আতাউল্লাহ খান, আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা আরও বলেন, গণভোট ছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। সেক্ষেত্রে জাতীয় ঐকমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মাধ্যমে যেই সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে এবং যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদের স্বাক্ষর করেছে এটার বৈধতা নিয়ে জনমনে ইতোমধ্যে প্রশ্ন তৈরি করেছে।