ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক এমপি আবদুল কাদের আজাদ ওরফে এ কে আজাদের গ্রেপ্তার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও মশালমিছিল অব্যাহত রয়েছে। গতকাল রাতে শহরের হেলিপোর্ট বাজার থেকে বিশাল একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তৃতা করেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এম এম জামান সেন্টু, ৭নং ওয়ার্ডের সভাপতি আতিকুর রহমান আতিক, ৮নং ওয়ার্ডের সভাপতি হারু খা, ৯নং ওয়ার্ডের সভাপতি আবুল কালাম বিল্টুসহ ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির নেতারা।
বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও ডামি নির্বাচনের এমপি এ কে আজাদকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, এ কে আজাদ ফরিদপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন। তিনি আওয়ামী লীগের বিভিন্ন স্থানের সন্ত্রাসীদের নিয়ে গোপন বৈঠক করছেন। ফরিদপুরকে অশান্ত করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গোপন পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছেন। এ কে আজাদকে গ্রেপ্তার না করলে সন্ত্রাসীদের নিয়ে তিনি দেশকে অস্থিতিশীল করবেন।
সভা থেকে বক্তারা আরও বলেন, প্রশাসনের নাকের ডগায় শেখ হাসিনার দোসরেরা তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একই দাবিতে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল হয়। মিছিল থেকে এ কে আজাদের গ্রেপ্তার চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।