চীন থেকে বিশ্বে মহামাারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় আমেরিকার পক্ষ থেকে যে সহযোগিতার প্রস্তাব দেয়া হয়েছে তা তেহরান মোটেই গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছে ইরান। দেশটি বলেছে, ওয়াশিংটনের এ সহযোগিতার প্রস্তাবকে তারা বিশ্বাস করে না।
গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস সমস্যা মোকাবেলায় ইরানকে তার দেশ সহযোগিতা দিতে প্রস্তুত আছে। এই জন্য তেহরানের পক্ষ থেকে তা চাইতে হবে। ইরানি নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পরপরই তেহরানকে এ বিষয়ে সহযোগিতা দেয়ার প্রস্তাব দেন তিনি।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বিবৃতিতে বলেন, "মার্কিনিদের আগ্রহের ব্যাপারে এর আগেও আমাদের সন্দেহ ছিল এবং এখনো আছে। তাদের মধ্যে যদি ভালো উদ্দেশ্য থাকতো তাহলে সহযোগিতা দেয়ার ব্যাপারে তারা সর্ব প্রথম গণমাধ্যমে ফলাও করে তা প্রচার করতো না।"
১৯৮০ সাল থেকে আমেরিকার সঙ্গে ইরানের কোনো কূটনৈতিক সম্পর্কে নেই। ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে সরিয়ে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন।
মুখপাত্র মুসাভি বলেন, আমরা মার্কিনিদের অবস্থানের বিষয়ে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছি। আমরা এরইমধ্যে দেখেছি যে ইরানি জাতি এবং তার সক্ষমতাকে দুর্বল করার লক্ষ্যে ওয়াশিংটন কি কি পদক্ষেপ নিয়েছে। মার্কিনিদের এসব বিদ্বেষী নীতি এখনো অব্যাহত রয়েছে।"
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন