বিশ্বজুড়ে প্রায় মহামারীর আকার নিয়েছে নভেল করোনাভাইরাস। চীন থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, ইরানসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার।
ভারতে এখনো পর্যন্ত বেশ কয়েকজনের শরীরে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে গত সোমবার ইতালি ও দুবাই থেকে আসা দুই ভারতীয়র শরীরে করোনাভাইরাস পাওয়ার খবর সামনে আসতেই আতঙ্ক আরও দ্বিগুন আকার নিয়েছে।
এমন এক পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার ( ৩ মার্চ) করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একের পর এক টুইট বার্তায় করোনাভাইরাস প্রসঙ্গে ভারতবাসীকে সচেতন করে মোদি লেখেন, আতঙ্কের কোন কারণ নেই। নিজেদের সুরক্ষার জন্য ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আমাদের একযোগে করতে হবে।
টুইট করে তিনি আরও জানান, করোনাভাইরাস রোধে এর প্রস্তুতি নিয়ে একটি বিশদ পর্যালোচনা হয়েছে। বিদেশ থেকে আগত ব্যক্তিদের পরীক্ষা ও করোনায় আক্রান্ত হলে তাদের চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও রাজ্য সরকারগুলো একত্রে কাজ করছে।
এর পাশাপাশি মারণ এই ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে দূরে রাখতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি ট্যুইট করেন মোদি। যেখানে বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে- করোনা থেকে বাঁচতে বারবার নিজের হাত ধৌত করবেন। রাস্তাঘাটে বের হলে মানুষজনের সঙ্গে দূরত্ব বজায় রাখবেন। নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না। নাক মুখ যতটা সম্ভব ঢেকে বাইরে বের হবেন। হাঁচি বা কাশি হলে টিস্যু ব্যবহার করবেন। জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ