বিশ্বব্যাপী ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা দেখানোর উপর গুরুত্ব দিয়েছেন নিউইয়র্কের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
মঙ্গলবার জ্যাকসন হাইটসে ডাক্তারবাড়ি ডট কমের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তারা এমন আহ্বান জানিয়েছেন। তারা বলেন, যেহেতু ভাইরাসটি মানুষ থেকে মানুষে খুব সহজে ছড়ায় এবং এর প্রতিষেধক ভ্যাকসিন নেই, তাই সতর্ক হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখেন নিউইয়র্কের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌস খন্দকার। এ ছাড়া করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন দিক ব্যাখ্যা করেন ব্রুকলিন হাসপাতালের সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডা. মুশফেকা মনসুর।
বক্তারা বলেন, উহান করোনাভাইরাস বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি করেছে। এই মুহূর্তে এই ভাইরাসের মাধ্যমে দেখা দেয়া স্বাস্থ্যঝুঁকি গোটা বিশ্বে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে বিশেষ সতর্কতা জারি করেছে।
ডা. মুশফেকা মনসুর বলেন, নিউইয়র্কে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। ঘনবসতিপূর্ণ এই স্টেটে বিভিন্ন দেশের মানুষ আসা যাওয়া করছে। ফলে ভয়ের যথেষ্ঠ কারণ রয়েছে। কেননা এটি দ্রুত ছড়াচ্ছে। নিয়ন্ত্রণ করা না গেলে এখানে ভয়াবহ আকার ধারণ করতে পারে ভাইরাসটি।
ডা. ফেরদৌস খন্দকার বলেন, আক্রান্ত মানুষের সহচর্য এড়িয়ে চলতে হবে। পাবলিক প্লেসে চোখ, নাক এবং মুখ স্পর্শ করা পরিহার করা জরুরি। অসুস্থ বোধ করলে বাড়িতে থাকার উপর জোর দিয়ে তিনি জানান, অনেক বেশি ধরা হয় এমন জায়গা যেমন বাস ও ট্রেনের হাতল, লিফটের বাটন, পাবলিক টয়লেটের দরজা, সম্ভব হলে স্প্রে কিংবা ওয়াইপ দিয়ে মুছে নিতে হবে”। সম্ভব হলে ওয়ান টাইম গ্লাভস ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। ডা. ফেরদৌস খন্দকার বলেন, “অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে ঠিকমতো হাত ধুতে হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন