৮ এপ্রিল, ২০২০ ১৪:২৮

হায়দরাবাদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ‘করোনা কার’

অনলাইন ডেস্ক

হায়দরাবাদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ‘করোনা কার’

সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনাভাইরাসের ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য ভারতের হায়দরাবাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি গাড়ি। করোনাভাইরাসের আদলে গাড়িটি সাজানো হয়েছে। 

জানা গেছে, গাড়িটি ডিজাইন করেছেন বাহাদুরপুরের সুধা কারস মিউজিয়ামের কানায়াবয়না সুধাকর। করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়া ঠেকাতে হয়দরাবাদের মানুষজনকে সচেতন করার জন্য তিনি এ ধরনের পদক্ষেপ নেন।

এ ব্যাপারে কানায়াবয়না সুধাকর বলেন, করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাচ্ছে। করোনাভাইরাসের প্রতীকী ছবির আদলে গাড়িটি ডিজাইন করেছি। যাতে করে মানুষের নজরে দ্রুত আসে, সেজন্য এটি করেছি। মানুষজনকে শারীরিকভাবে (হিউম্যান ডিসটেন্স) দূরত্ব বজায় রাখার ব্যাপারে উৎসাহ যোগাতে এবং সচেতনতা তৈরির জন্যই এই প্রচেষ্টা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর