১০ এপ্রিল, ২০২০ ১৯:৫৩

বাগেরহাটে করোনা প্রতিরোধে সব সীমান্ত পথ বন্ধ ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে করোনা প্রতিরোধে সব সীমান্ত পথ বন্ধ ঘোষণা

ঢাকা, নারায়ণগঞ্জসহ করোনা আক্রান্ত এলাকা থেকে প্রবেশ ঠেকাতে বাগেরহাট জেলার সবগুলো সীমান্ত পথ বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। সড়ক পথে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। বাগেরহাটবাসীকে করোনা মুক্ত রাখতে জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, বাগেরহাট জেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় মানুষদের ঘরবন্দী রাখতে প্রশাসন কঠোর হচ্ছে। জেলার ১৬টি অভ্যন্তরীণ সড়কে সকল যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গত এক মাসে জেলায় কোন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। কথা না শুনলে করা হচ্ছে জরিমানা। গত ১০দিনে এই জেলায় সামাজিক দূরত্ব না মানায় প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর