রাজবাড়ীতে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১৮ জনে। রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন বলেন, গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) করোনা উপসর্গ নিয়ে ১০৩ জনের নমুন সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিল। রবিবার দুপুরে ১৩জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ৯জন, পাংশা উপজেলায় ২জন, গোয়ালন্দে ২জন। তবে কালুখালী এবং বালিয়াকান্দিতে নতুন করে কোন করোনারোগী শনাক্ত হয়নি বলে জানান তিনি।
রাজবাড়ীর পাঁচ উপজেলায় মোট ২৯১৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৫৮৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ জন মৃত্যুবরণ করেছেন এবং ২২৮৭ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার