করোনাভাইরাস সংক্রমণের ফলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হচ্ছে। ফুসফুসের কোষে আক্রমণ করছে এ ভাইরাস। ভাইরাসটির সংক্রমণ সংক্রান্ত ছবি প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
নর্থ ক্যারোলিনা চিলড্রেন্স রিসার্চ ইনস্টিটিউট ইউনিভার্সিটির গবেষকেরা প্রায় একটানা ৯৬ ঘণ্টা ধরে উচ্চক্ষমতাসম্পন্ন ইলেকট্রন মাইক্রোস্কোপে পরীক্ষা করেছেন। আর তাতেই ধরা পড়েছে ফুসফুসের কোষে করোনা সংক্রমণের ছবি।
নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে সেই ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখানো হয়েছে, কীভাবে ফুসফুসের বাইরের দিকে এপিথেলিয়াল কোষের গায়ে মিউকাসের মতো এক ধরনের পদার্থ তৈরি করেছে ভাইরাসটি। সেই পদার্থটি ওই জায়গাতেই দিব্যি বাড়ছে। এমনকী তা অন্যকে আক্রমণ করার জন্যও তৈরি হচ্ছে।
গবেষকদের দাবি, কীভাবে ভাইরাস মানবদেহে আক্রমণ করছে। এ ছাড়া পরবর্তীকালে তা সবার শরীরে ছড়িয়ে পড়ছে তা এই ছবির মাধ্যমে স্পষ্ট করে বোঝা সম্ভব হবে। নানা রঙের সাহায্যে ফুটিয়ে তোলা এমন স্পষ্ট ছবি আগে কোনওদিন দেখেননি বলেই দাবি বিজ্ঞানীদের। এই ছবিকে অনুসরণ করলে রোগীর চিকিৎসা পদ্ধতি আরও উন্নত করা সম্ভব হবে বলে দাবি তাদের।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ