বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাগেরহাট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৬৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৮৬ জন। বাগেরহাটে করোনায় মারা গেছেন ২২ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তরা বাগেরহাট সদর উপজেলার। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৬৫ জনে। জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে ২২ জন মারা গেছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮৮৬ জন। অন্যরা হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
নতুন করে করোনায় আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন