করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা কমিটির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মিন্টু।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।
করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ আগস্ট পরিবারের পক্ষ থেকে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে তিনি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, দিনাজপুর ডায়াবেটিস হাসপাতাল, দিনাজপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের কোষাধ্যক্ষ ছিলেন। এছাড়া তিনি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন