২৬ অক্টোবর, ২০২০ ১৬:৫৭

কতটা কার্যকর প্রতিষেধক, জানা যাবে ডিসেম্বরেই : ফাউচি

অনলাইন ডেস্ক

কতটা কার্যকর প্রতিষেধক, জানা যাবে ডিসেম্বরেই : ফাউচি

অ্যান্টনি ফাউচি

প্রতিষেধকের মাধ্যমে আদৌ কোভিড-১৯ সংক্রমণ পুরোপুরি রোধ করা সম্ভব কি না, আগামী ডিসেম্বরের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিস (এনআইএআইডি)-এর ডিরেক্টর অ্যান্টনি ফাউচি। তবে প্রতিষেধকের হদিস মিললেও সকলের নাগালে তা পৌঁছাতে পৌঁছাতে ২০২১ প্রায় পেরিয়ে যেতে পারে বলে তিনি মনে করেন।

এক সাক্ষাৎকারে ফাউচি বলেন, ‘‘যে প্রতিষেধকগুলো নিয়ে পরীক্ষা চলছে সেগুলো কতটা নিরাপদ এবং কার্যকরী তা নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুর মধ্যেই জানা যাবে।’’

তবে সেই আবিষ্কার বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে ২০২১ সালের দ্বিতীয় ভাগ পেরিয়ে যাবে বলেই ধারণা তার। তার আগে পর্যন্ত সংক্রমণ দূরে রাখতে সংশ্লিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলাই একমাত্র উপায় বলে মত তার।-আনন্দবাজার

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর