১২ এপ্রিল, ২০২১ ১৮:১৫

লাকসামে আরও ৫ জনের করোনা শনাক্ত

লাকসাম প্রতিনিধি

লাকসামে আরও ৫ জনের করোনা শনাক্ত

কুমিল্লার লাকসামে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৫ জনে। আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০৮ জন।  

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় সোমবার (১২ এপ্রিল) ১৩টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ৫ জন পজিটিভ ও বাকী ৮টি রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী। উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২৮৯৫টি। 
তাদের মধ্যে ২৮৪৮টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৫৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ২২৫৩টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৪৭টি নমুনার রিপোর্ট। প্রকোপের শুরু থেকে এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ১৭ জন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বদা তৎপর বলে তিনি জানান।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর