ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। কোনওভাবেই ঠেকানো যাচ্ছে না এই ভাইরাসের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) দেশটিতে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে।
আগের দিন যখন আক্রান্তের সংখ্যা ৭ হাজার কম এসেছিল, তখনই শঙ্কা প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছিলেন, এটা স্বস্তির খবর নয়। হুবহু ঠিক তাই ঘটল। পরদিন আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৩৭২ জন, যা করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ। প্রথম দফাতেও এমনটা আগে ঘটেনি বলে জানানো হচ্ছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে উল্লেখ রয়েছে, সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৩৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ২৪ ঘণ্টায় ১০২৭ জনের। আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৩৮,৭৩,৮২৫। যার মধ্যে সুস্থ হয়েছে ১,২৩,৩৬,০৩৬ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১৩ লাখের বেশি।
বিডি প্রতিদিন/কালাম