১৯ জুন, ২০২১ ১৫:২৯

দিনাজপুরে আরও ৬৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আরও ৬৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে দিনাজপুর সদরে করোনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে। 

বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত ৯৩৪ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ৩১ জন রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে ৮৯৮ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৬০ সহ করোনায় ভর্তি ৯৬ জন রয়েছেন। দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় ১৩৮টি রিপোর্টের মধ্যে ৬৫টি রিপোর্ট করোনা পজিটিভ হয়েছে। করোনা পজিটিভ নিয়ে চিরিরবন্দরে মো. আনিসুর রহমান (৮৪), ফুলবাড়ীতে এম এ হান্নান (৪৮) ও হাকিমপুর উপজেলায় রেকেয়া বেগম (৫০) এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, আজ শনিবার করোনা আক্রান্ত ৬৫ জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৭৬ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৫০ জনের।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর