প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে সরকার ঘোষিত সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। সরকারি বিধিনিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড মোড়ে মাঠে নেমেছে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসার এবং সেনা সদস্যরা।
দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ঢাকার প্রবেশপথ সাইনবোর্ড মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন যানবাহনের চালকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা তৎপরতা চালান। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ২ জনকে আর্থিক জরিমানা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাহমুদা জাহান। তিনি জানান, চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নারায়ণগঞ্জে ৩ পেট্রোল সেনাবাহিনী টহল দিচ্ছে।
এদিকে, মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সকাল থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রেজা মাসুম প্রধান ও আব্দুল জব্বার পুলিশ, আনসার ও বিজিবির সদস্যদের নিয়ে অবস্থান নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা তৎপরতা চালান।
এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রেজা মাসুম প্রধান বলেন, খুব বেশি প্রয়োজন ছাড়া আমরা কাউকে নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছি না। আমরা প্রতিটা যানবাহনে (পণ্যবাহী যানবাহন ছাড়া) কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? জানতে চাচ্ছি। এবং খুব বেশি প্রয়োজনীয়তা না তাকলে নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছ না। এসময় যেন জীবানু বোমা হয়ে ঘরে না ঢুকার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত